ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক ১৭ আগস্ট ২০২৩ ইং তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ২০২৩ – ২০২৪ শিক্ষাবর্ষে ০৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করা হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি মোতাবেক বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো।
ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ম্যাটস) এর ০৪ বছর মেয়াদী উক্ত কোর্সে ৮টি অনুষদে শিক্ষার্থী ভর্তি করনের নিমিত্তে অনলাইন http://dgme.teletalk.com.bd/ মাধ্যমে আগ্রহী ভর্তিচ্ছুক শিক্ষার্থীগণের নিকট হতে ম্যাটস ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ এর দরখাস্ত আহবান করা হয়েছে।
২০২৩ – ২০২৪ শিক্ষাবর্ষের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত সরকারি প্যারামেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ এর আবেদন ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত সারসংক্ষেপ নিম্নরূপ।
প্রতিষ্ঠানের নামঃ | স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর |
---|---|
আবেদন শুরুর তারিখ ও সময়ঃ | ২১ আগস্ট ২০২৩ইং। দুপুরঃ ১২.০০ঘটিকা। |
আবেদন শেষ তারিখ ও সময়ঃ | ০৯ সেপ্টেম্বর ২০২৩ইং। রাতঃ ১১.৫৯ ঘটিকা। |
আবেদনের মাধ্যমঃ | অনলাইনের মাধ্যমে। |
আবেদনের ওয়েবসাইটঃ | https://dgme.teletalk.com.bd/ |
ভর্তি পরীক্ষার ফি জমা প্রদানের শেষ তারিখঃ | ১০সেপ্টেম্বর ২০২৩ইং। রাতঃ ১১.৫৯ ঘটিকা। |
ভর্তি পলীক্ষার প্রবেশপত্র ডাউনলোডঃ | ১৭সেপ্টেম্বর ২০২৩ইং হতে ১৯ সেপ্টেম্বর ২০২৩ইং। |
হাজিরাশীট ডাউনলোডঃ | ১৯ সেপ্টেম্বর ২০২৩ইং হতে ২০ সেপ্টেম্বর ২০২৩ইং। |
ভর্তি পরীক্ষার তারিখঃ | ২২ সেপ্টেম্বর ২০২৩ইং। (সকালঃ ১০ টা হতে ১১টা পর্যন্ত। |
ম্যাটস আইএইচটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ এর ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ০৪ বছর মেয়াদী কোর্সে আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীগণের যে যোগ্যতা নির্ধারণ করা হয়েছে তা হলোঃ ভর্তিচ্ছুক প্রার্থীকে ২০১৯ সাল থেকে ২০২৩ ইং পর্যন্ত সময়সীমার মধ্যে এসএসসি/ সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞানসহ উত্তীর্ণ হতে হবে এবং নূন্যতম ২.৫০ জিপিএ প্রাপ্ত হতে হবে। যে সকল প্রার্থী ওলেভেল বা বিদেশ থেকে পাশ করেছেন তাদের ২০০০/- টাকা পে-অর্ডার জমা প্রদান করে পরিচালক (চিকিৎসা শিক্ষা) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে (নম্বর সমতাকরণ সনদ) ও আইডি কোড সংগ্রহ করতে হবে। যা ছাড়া অনলাইন ফরম পূরণ করা যাবে না। এছাড়াও বিভাগীয় প্রার্থীরা আইডি কোড সংগ্রহ করবেন।
ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ অফিসিয়াল নোটিশঃ
সরকারি ম্যাটস ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ – ২০২৪ শিক্ষাবর্ষের প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত যোগ্যতা, শর্তাবলী ও তথ্যাদি যথাযথভাবে https://dgme.teletalk.com.bd/ ওয়েব সাইটের মাধ্যমে পূরন করতে হবে। অনলাইনে আবেদন ফরম পুরন করে জমা প্রদানের পর ভর্তি পরীক্ষার ফি বাবদ একটি আবেদনের বিপরীতে ৭০০/- টাকা টেলিটক প্রি-পেইড সীমের মাধ্যমে প্রদান করতে হবে।
পরীক্ষা কেন্দ্রঃ
IHT | Code | MATS | Code |
---|---|---|---|
Dhaka IHT | 81 | Bagerhat | 91 |
Rajshahi IHT | 82 | Kushtia | 92 |
Bogura IHT | 83 | Noakhali | 93 |
Chattogram IHT | 84 | Sirajgong | 94 |
Barishal IHT | 85 | Tangail | 95 |
Rangpur IHT | 86 | Cumilla | 96 |
Jhenaidah | 87 | Faridpur | 97 |
Sylhet | 88 |
উপরিল্লিখিত সরকারি প্যাথলজি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং আবেদন করার পূর্বে ভর্তি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে গুরুত্বসহকারে দেখুন ও বিজ্ঞপ্তির নির্দেশনা মোতাবেক আবেদন করুন।
Leave a Reply